দিল্লিতে রেকর্ড বৃষ্টি, অরেঞ্জ এলার্ট জারি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৩
গেল ৪৬ বছরে এমন বৃষ্টি দেখেনি ভারতের দিল্লির বাসিন্দারা। এমন রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় দেশটির আবহাওয়া বিভাগ দিল্লিতে অরেঞ্জ এলার্ট জারি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১১ সেপ্টেম্বর) জানায়, প্রবল বৃষ্টিতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ফোরকোর্ট এবং অন্যান্য বেশ কিছু এলাকায় পানি জমে যায়। দিল্লির রাস্তায় পানি জমে বন্যার রূপ ধারণ করে। এমনকি বিমানবন্দরের সামনে পানি জমায় যাত্রীদেরও ফ্লাইট ধরতে বেশ বেগ পেতে হয়।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, এই মৌসুমে ১,১০০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর আগে ২০০৩ সালে দিল্লিতে মোট ১,০৫০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। আর ২০২১-এ এই বর্ষায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা ১৯৭৫ সালের পর দিল্লিতে সর্বাধিক।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, দিল্লি ও তার আশপাশে বাহাদুরগড়, গুরুগ্রাম, মানেসর, ফরিদাবাদ, বল্লভগড়, লোনি দেহাত, গাজিয়াবাদ, ইন্দিরাপুরম, নয়ডা, দাদরি ও গ্রেটার নয়ডাতে ঝড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টি হতে পারে।
এনএফ৭১/২০২১
বিষয়: দিল্লিতে রেকর্ড বৃষ্টি অরেঞ্জ এলার্ট জারি ভারত আবহাওয়া বিভাগ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।