পাঞ্জসিরে হত্যাকান্ড চালাচ্ছে তালেবান; অস্বীকার মুখপাত্রের
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
আফগানিস্তানের পাঞ্জসিরে প্রহসনের বিচার বা বিচার ছাড়াই প্রকাশ্যে বন্দি হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক হত্যাকান্ডের ভিডিও।
ভিডিওতে দেখা যায়, তালেবান যোদ্ধারা সাধারণ পোষক পরা এক ব্যাক্তিকে ধরে গুলি করে মেরে ফেলে। আফগানিস্তানের আমাজ নিউজের বরাত দিয়ে ইরানের পার্সটুডে জানায়, পাঞ্জসিরের আনাবা এলাকার একটি সড়কে প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা করে তালেবানরা। ভিডিওতে দেখা যায়, নিহত ব্যাক্তি তালেবানের কাছে আত্মসমর্পন করেছিলো। ভিডিও’র আরেক অংশে দেখা যায়, সাধারণ পোষাকে আটক ব্যাক্তি তালেবানদের কাছে প্রাণভিক্ষা চাইছে। তার ভাগ্যে কি ঘটেছে, তা জানা যায়নি।
এদিকে, পাঞ্জসিরে এ ধরণের হত্যার খবর অস্বীকার করেছেন তালেবান মুখপাত্র আব্দুল হক উসুক। তিনি জানান, পাঞ্জসিরে কোন যুদ্ধ বা গোলমাল নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: পাঞ্জসিরে হত্যাকান্ড চালাচ্ছে তালেবান আফগানিস্তানের পাঞ্জসিরে প্রহসনের বিচার তালেবান যোদ্ধা তালেবান মুখপাত্র আব্দুল হক উসুক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।