আফগান সরকারের গোপন নথি পাকিস্তানের হাতে!

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

পাকিস্তানের সামরিক পরিবহন বিমান সি-১৩০

পশ্চিমা সমর্থিত সাবেক আফগান সরকারের গোপন নথিপত্র পাকিস্তান নিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ভারতের কয়েকটি সংবাদ সংস্থার বরাত দিয়ে এমন তথ্য দিয়ে ইরানের পারসটুডে। সামরিক বিমানে করে হার্ডডিস্ক বা অন্যান্য ডিজিটাল ফরম্যাটে গোপন নথিপত্র নিয়ে যাওয়া হয়েছে বলে সংবাদে জানানো হয়।

সিএনএন নিউজ-১৮ এবং লাইভ হিন্দুস্তান জানায়, পাকিস্তান সেনাবাহিনীর সি-১৩০ তিনটি পরিবহন বিমান মানবিক ত্রাণ নিয়ে আফগানিস্তানের কাবুল এবং অন্য দুই বিমান বন্দরে আসে। এগুলো ফিরে যাওয়ার সময় সাবেক আফগান সরকারে গুরুত্বপূর্ণ গোপন নথিপত্রের হার্ডডিস্ক এবং অন্যান্য ডিজিটাল তথ্য সামগ্রী নিয়ে যায়।

এর ঠিক কিছু দিন আগে কাবুল সফরে এসেছিলেন পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা প্রধান লেফটেন্যান্ট জেনালে ফাইজ হামিদ। পশ্চিমা নিয়ন্ত্রিত আফগান সরকারের আমলে অনেক অবকাঠামো এবং বাণিজ্যিক প্রকল্প চালিয়ে আসছিল ভারত। এ ধরণের নথিপত্র পাকিস্তানের হাতে চলে যাওয়ায় বড় সন্দেহের দৃষ্টিতে দেখতে পারে পাকিস্তানের প্রতিবেশি এবং অন্যতম প্রধান বৈরি দেশ ভারত।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top