বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সঙ্গে আর ক্লাস করতে পারবে না আফগান মেয়েরা
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৫
আফগানিস্তানের বিশ্ববিদালয়ে ছেলে-মেয়ে এক সাথে ক্লাস করতে পারবে না। সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন দেশটির শিক্ষামন্ত্রী আব্দুল বাকী হক্কানী। এ সময় সুস্পষ্টভাবে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে সহশিক্ষা নিষিদ্ধের ঘোষণা দেন তিনি।
ইরানের বার্তা সংস্থা পার্সটুডে জানায়, ১২ সেপ্টেম্বর রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে আফগানিস্তানে তালেবান সরকারের শিক্ষামন্ত্রী আব্দুল বাকী হক্কানী বলেন, ’আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিয়েছে তালেবান, তবে তারা ছেলেদের সঙ্গে একই সাথে ক্লাস করতে পারবে না। সংবাদ সম্মেলনে শিক্ষা ব্যবস্থা নিয়ে তালেবান সরকারের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন আব্দুল বাকী। তিনি জোর দিয়ে বলেন, সহশিক্ষার অবসান ঘটাতে আমাদের কোন সমস্যা নেই। কারণ দেশের মানুষ মুসলমান এবং তাদেরকে এটা গ্রহন করতে হবে।
১৯৯৬-২০০১ সালে ক্ষমতায় থাকা কালে নারী শিক্ষা নিষিদ্ধ করেছিল তালেবান। এবার ক্ষমতায় এসে বেশ কিছু শর্ত দিয়ে নারী শিক্ষায় অনুমতি দিল তালেবান।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: এক সঙ্গে ক্লাস করতে পারবেনা আফগান বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী আফগানিস্থানে নারী শিক্ষায় সীমাবদ্ধতা আফগান নারী শিক্ষা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।