জ্বালানির দাম বাড়ার প্রতিবাদ : গরুর গাড়িতে কংগ্রেস নেতারা
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০১:২১
জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে গরুর গাড়িতে চড়ে বিধানসভায় গেলেন ভারতের বৃহত্তম দল কংগ্রেসের নেতারা। বিজেপি শাসিত দেশটির কর্ণাটক রাজ্যে পেট্রোল, ডিজেল এবং লিকুইড পেট্রোলিয়াম গ্যাস -এলপিজি’র মূল্য বৃদ্ধিতে এমনভাবে প্রতিবাদ জানান তারা।
ইরানের পার্সটুডে জানায়, সোমবার গরুর গাড়িতে চড়ে প্রদেশ কমিটির সভাপতি ডিকে শিবকুমার, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-সহ কর্ণাটক রাজ্যের অন্যান্য কংগ্রেস নেতারা বিধানসভায় পৌছান।
কর্ণাটক প্রদেশের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার জানান, জ্বালানিসহ নিত্যপণ্যের বাড়ানো দাম কমাচ্ছে না কেন্দ্রীয় সরকার। সরকারের ব্যর্থতার প্রতিবাদে এমন উদ্যোগ নেয়া হয়।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।