মত বিরোধ প্রকাশ্য হয়ে উঠছে তালেবান নেতৃত্বে

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৬

যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে সই করার সময় আব্দুল গনি বারাদার

রাজধানী কাবুল ছেড়ে কান্দাহার চলে গেছেন আফগানিস্তানে তালেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার। অভিবাসনমন্ত্রী মোল্লা খলিলুর রহমান হক্কানি’র সঙ্গে তুমুল বাকবিতন্ডার জের ধরে তিনি এ সিদ্ধান্ত নেন।

ইরান ভিত্তিক কয়েকটি বার্তা সংস্থা জানায়, কাবুলে আব্দুল গনি বারাদারের সঙ্গে খলিলুর রহমান প্রচন্ড বাক্য বিনিময় হয়। এরপর তিনি কান্দাহার চলে যান। গেল কয়েকদিন আগে কাবুল সফর করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। সে সময় অনুপস্থিত ছিলেন বারাদার। অথচ কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক দপ্তরে বসে বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে দায়িত্ব পালন করেন তিনি।

কিছু দিন আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফে তালেবানের অন্তঃ কলহের খবর দেয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ ঘটনায় দু’পক্ষের মাঝে গোলাগুলির ঘটনাও ঘটে। মতবিরোধ থামাতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ-সহ তালবান শীর্ষ নেতারা ছুটে যান সেখানে।

তবে এধরণের খবর বরাবরই অস্বীকার ও ভিত্তিহীন দাবি করে আসছে তালেবান।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top