২৫ কোটি ডলার ঋণের অনুমোদন দিলো এডিবি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৪
চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেটে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। কোভিডে বাংলাদেশেকে ক্ষয়ক্ষতি থেকে দ্রুত কাটিয়ে উঠতে এডিবি'র এই সহায়তা।
শনিবার (২৫ সেপ্টেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এডিবি জানায়, বাংলাদেশকে দুই কিস্তিতে এই সহায়তা দেয়া হবে। প্রথম কিস্তির ২৫ কোটি ডলার শনিবার অনুমোদন দেওয়া হয়েছে। আর বাকি ২৫ কোটি ডলার ২০২২ সালের প্রথম দিকে অনুমোদন দেয়া হবে।
এই ঋণ সহায়তার মাধ্যমে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পখাতে করোনায় যে ক্ষতি হয়েছে তা দ্রুত কাটিয়ে উঠায় আশাবাদি সংস্থাটি।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।