জাপানের শততম প্রধানমন্ত্রী হলেন ফুমিও কিশিদা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ২০:৩৬

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা (৬৪)। তিনি জাপানের শততম প্রধানমন্ত্রী। বার্তাসংস্থা রয়টার্স সোমবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

বার্তাসংস্থাটি আরও জানায়, সোমবার নির্বাচনে জাপানের আইনসভার দুটি কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করেন ফুমিও কিশিদা। এর আগে সম্প্রতি তিনি জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নতুন প্রধানমন্ত্রীর নতুন মন্ত্রিসভা সোমবারই ঘোষণা করা হতে পারে মনে করে রয়টার্স।

এর আগে, ২০২০ সালে জাপানের নির্বাচিত প্রধানমন্ত্রী ইয়োশিহিদা সুগা দলের জনপ্রিয়তা হ্রাসের দায় মাথায় নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরবর্তীতে জাপানের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হন ফুমিও এবং সোমবার জাপানের সরকারপ্রধান হিসেবে নির্বাচিত হলেন তিনি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top