নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৮
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ০৮:০৩
নেপালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির কর্ণালী প্রদেশের মুগু জেলার পিনা গাউনে এ দুর্ঘটনা ঘটে।
মুগুর স্থানীয় এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যুর পাশাপাশি আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন। বাসটিতে স্টাফসহ ৪২ জন আরোহী ছিল। পাহাড়ি রাস্তা থেকে বাসটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রধান জেলা কর্মকর্তা রম বাহাদুর মাহাতো জানান, গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টার এবং নিয়মিত ফ্লাইটে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটির যাত্রীরা ভারত থেকে নেপালের দশাইন উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী এবং অভিবাসী শ্রমিক।
প্রাথমিক তদন্তের কথা জানিয়ে তিনি বলেন, হঠাৎ টায়ার বিস্ফোরণ হলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর তাতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: নেপাল কর্ণালী প্রদেশ nepal bus accident
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।