শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

ইন্দোনেশিয়ার বিমানের দুর্ঘটনাস্থল শনাক্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ১৮:০৬

ইন্দোনেশিয়ায় জাকার্তা থেকে ৬২ যাত্রীসহ আকাশে উড্ডয়নের একটু পরেই বিধ্বস্ত হয় বোয়িং ৭৩৭ বিমান। যে স্থানটিতে এটি বিধ্বস্ত হয়েছে, তা শনাক্ত করতে পেরেছে বলে দাবি করেছে দেশটির নৌবাহিনী।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, দুর্ঘটনাস্থলে তারা তল্লাশি দল পাঠিয়েছে। ১০টিরও বেশি নৌবাহিনীর জাহাজ সেখানে তল্লাশি চালাচ্ছে। তবে এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানটির সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় এক জেলে গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি একটি বিমান সাগরের মধ্যে ডুবে যেতে দেখেছেন। এদিকে জানা যায়, শ্রীভিজায়া এয়ারের বিমানটি রাজধানী জাকার্তার বিমানবন্দর ত্যাগের পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে, যেগুলো দেখে নিখোঁজ ওই বিমানের ধ্বংসাবশেষ বলেই মনে করা হচ্ছে।

রোববার (১০ জানুয়ারি) সকালে দেশটির নৌবাহিনীর ডুবুরিরা দুটি ব্যাগ উদ্ধার করেছেন। এর একটি ছিল যাত্রীর। আরেকটি ধ্বংসাবশেষ। যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও ডুবুরিদের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

তবে বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। কোনো যাত্রী বেঁচে আছেন আশা করা যাচ্ছে না।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top