ইসরাইলে লকডাউনের মধ্যেও

নেতানিয়ায়ু’র বাড়ীর সামনে বিক্ষোভ

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১, ২০:১৬

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ায়ু’র বাসভবনের সামনে ইসরাইলিদের বিক্ষোভ

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ায়ু’র বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার ইসরাইলি। রোববার দিনের শুরুতে নেতানিয়ায়ুর সরকারী বাসভবনের সামনে বিক্ষোভ করে তারা।

তৃতীয়বারের মত লকডাউন চলছে ইসরাইলে। বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কড়াকড়ি আরোপ করা হয়েছে স্বাভাবিক চলাচলে। এর মধ্যেই দেশটির জেরুজালেম স্কয়ারে জড়ো হয় হাজারো ইসরাইলি। ৭১ বছর বয়সী নেতানিয়ায়ু’র বিরুদ্ধে অভিযোগ আনা হয় ঘুষ, দুর্নীতি ও জনগনের আস্থা ভঙ্গের।

ইসরাইলি বিক্ষাভকারীরা বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি এবং দীর্ঘ দিন ধরে ক্ষমতা আঁকড়ে থাকার অভিযোগ আনে। এ অভিযোগে নেতানিয়ায়ু’র পদত্যাগও দাবি করে তারা। প্রধানমন্ত্রী’র ডাক নামে বিক্ষোভকারীরা শ্লোগান দেয়, ‘বিবি তুমি চলে যাও; আমাদেরকে চলতে দাও’।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top