এস-৪০০ কিনলে ভারতকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২১, ১৯:৪২
অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপনাস্ত্র ব্যবস্থা এস-৪০০ কিনলে তুরস্কের মত ভারতও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে কয়েকজন মার্কিন রাজনৈতিক কর্মকর্তা এমনই ইঙ্গিত দেন।
মার্কিন কর্মকর্তারা জানান, রাশিয়া থেকে পরিকল্পনা মতো এস-৪০০ ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করলে, তুরস্কের মত একই ধরণের ভাগ্য বরণ করতে হবে ভারতকে। আর তা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা। তারা বলেন, রাশিয়ার সাথে ভারত চুক্তি বাতিল করলে অবসান ঘটতে পারে দু’দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের।
রাশিয়া থেকে প্রায় সাড়ে ৫০০ কোটি ডলার মূল্যের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনছে ভারত। ২০১৭ সালে রাশিয়া বিরোধী এক সামরিক আইন পাস করে যুক্তরাষ্ট্র। আইনে বলা হয়, যেসব দেশ রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম কিনবে, তাদেরকে মোকাবিলা করতে হবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: এস-৪০০ রাশিয়া ভারত যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপনাস্ত্র S-400 Missile System Air Defense System Russia India US Air Missile
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।