ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৬

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২১, ১৮:১৬

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও ছয় শতাধিক মানুষ।

রোববার (১৭ জানুয়ারি) দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থার (বিএনপিবি) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্পের দুই দিন পরও ধসেপড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাজেনে শহর থেকে ৩ দশমিক ৭৩ মাইল উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে।

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্প ৩শ' ঘরবাড়ি, দুটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি হাসপাতাল ও প্রাদেশিক গভর্নরের কার্যালয় ধসে পড়েছে।

ভূমিকম্পে কমপক্ষে ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। আরও ভূমিকম্প হতে পারে এবং তা সুনামি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এদিকে, ভূমিকম্পের আঘাত কাটতে না কাটতেই ভয়ংকরভাবে জেগে উঠেছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি মাউন্ট সেমেরু। ধোঁয়ায় অন্ধকার নেমে এসেছে আশপাশের গোটা এলাকায়। আকাশে প্রায় ৫.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় আগ্নেয়গিরির ধোঁয়া। স্থানীয় মানুষের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বিবিসির বরাতে জানা যায়, আগ্নেয়গিরি জেগে ওঠায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। তবে কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক করে বলেছে, অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে। এমনকি নেমে আসতে পারে লাভাস্রোতও।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top