২ আফগান মহিলা বিচারককে গুলি করে হত্যা

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ২১:৩৭

২ মহিলা বিচারক হত্যার ঘটনাস্থলে পানি ও ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করতে দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দাকে

আফগানিস্তানে দুই মহিলা বিচারককে গুলি করে হত্য করেছে বন্দুকধারীরা। রোববার দিনের শুরুতে রাজধানী কাবুলের রাস্তায় তাদের হত্যা করা হয়।

আফগান আদালতের মুখপাত্র আহমাদ ফাহিম কায়িমের বরাত দিয়ে কাবুল পুলিশ জানায়, অফিসে যাওয়ার পথে সুপ্রিম কোর্টের দুই বিচারকের উপর হামলা করে দুস্কৃতকারীরা। ঘঠনাস্থলেই নিহত হন এ দুই বিচারক।

এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোন পক্ষ। তালেবান স্বশস্ত্র গ্রুপ জাবিউল্লাহ মুজাহিদ জানান, তারা এ ঘটনার সাথে জড়িত নন।

সম্প্রতি আফগান সরকার এবং তালেবানের মধ্যে শান্তি আলোচনা আবারও শুরু হয়েছে। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা বেড়েছে।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top