ইন্দোনেশিয়ার সেমেরু পর্বতে অগ্নুৎপাত

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ২১:১০

পূর্ব জাভার সেমেরু পর্বতে রোববার থেকে শুরু হয়েছে অগ্নুৎপাত। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে আশেপাশে ৫ কিঃ মিঃ এলাকা

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু পর্বতে শুরু হয়েছে অগ্নুৎপাত। অগ্নুৎপাতের ফলে আশেপাশের ৫ কিলোমিটার আকাশ ছেয়ে গেছে ধোঁয়া ও ছাই ভষ্মে। তবে এখন পর্যন্ত পর্বতের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের সরে আসার কোন আদেশ জারি করেনি দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা। শুধু সতর্কত থাকতে বলেছে সংস্থাটি।

ইন্দোনেশিয়া জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার পক্ষ থেকে বলা হয়, পূর্ব জাভার সেমেরু পর্বতের ঢালে বসবাসকারী গ্রামবাসীরা যেন অগ্নুৎপাত পর্যবেক্ষণ করে সতর্ক থাকেন। বিশেষ করে ভারী বৃষ্টির সময় সচেতন থাকতে বলা হয়। কারণ বৃষ্টির মাধ্যমে পর্বত থেকে বেরিয়ে আসা গলিত লাভার বন্যায় প্রানহানির আশংকা রয়েছে।

সেমেরু পর্বতে অগ্নুৎপাতের একদিন আগে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়। আধ ঘন্টার ব্যবধানের ঘটে যাওয়া দু’টি ভূমিকম্পে মারা যান অর্ধ শতাধিক মানুষ। ওই ভূমিকম্পের একদিনের মধ্যে ‘আফটার শক’ ভূমিকম্প হয়। এর একদিন পর জাভা দ্বীপে শুরু হলো এমন অগ্নুৎপাত। ভূ-বিজ্ঞানীরা মনে করছেন এখানকার প্লেটে বড় ধরণের পরিবর্তন হতে যাচ্ছে।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top