ইরাকে একদিনে ৫টি হামলা বিদেশি সেনা বহরে
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১, ১৯:১১
ইরাকে অবস্থানকারী মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনাবহরে হঠাৎ করে হামলা বেড়ে গেছে। শুক্রবার ২২ জানুয়ারি, বিদেশী সেনাবহরের মোট পাঁচটি হামলা হয়। যদিও কয়েকটি হামলার ব্যাপারে বিস্তরিত তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা পার্সটুডে জানায়, ২২ জানুয়ারি শুক্রবার রাজধানী বাগদাদের পশ্চিমে আবু গারিব এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলার শিকার হয় মার্কিন নেতৃত্বধীন বিদেশি সেনাবহর। আর দিনের শুরুতে ব্যাবিলন প্রদেশের মহাসড়কে একইভাবে বোমা বিস্ফোরণের শিকার হয় মার্কিন বাহিনী। এদিকে বসরা ও দিহিকার মহাসড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হয় মার্কিন সেনাদের আরেকটি বহর।
এভাবে শুক্রবার সারাদিন মিলিয়ে মোট পাঁচটি চোরাগুপ্তা বোমা হামলার শিকার হয় মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: ইরাক মার্কিন সেনা বোমা হামলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।