বিদেশি নৌযানকে গুলি করার অনুমতি দিল চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১, ২২:০৭

দক্ষিণ চীন সাগর এবং আশপাশের জলসীমা নিয়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা । নিজের সমুদ্র সীমায় বিদেশি নৌযানকে প্রয়োজনে গুলি করার অনুমতি দিয়েছে চীন। এ জন্য পাস করা হয়েছে কোস্টগার্ড আইন।

নিউজ চ্যানেল আল জাজিরা জানায়, শুক্রবার (২২ জানুয়ারি) দেশটির শীর্ষ আইনপ্রণয়নকারী কর্তৃপক্ষ ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি কোস্টগার্ড আইন পাস করে। এর মাধ্যমে নিজেদের উপকূলীয় এলাকায় নতুন করে উত্তেজনা বাড়াল চীনের বর্তমান ক্ষমতা শি জিনপিং সরকার।

নতুন আইন অনুযায়ি, কোস্টগার্ড কর্মকর্তারা চীনের দাবি করা সমুদ্রসীমার মধ্যে অন্য দেশের নির্মিত অবকাঠামো ধ্বংস এবং বিদেশি জাহাজগুলোতে তল্লাশি করতে পারবেন। অন্য দেশের নৌযান বা কর্মকর্তাদের প্রবেশ রোধে প্রয়োজনে সামরিক 'এক্সক্লুশন জোন' তৈরির ক্ষমতাও দেওয়া হয়েছে চীনা কোস্টগার্ড বাহিনীকে। পূর্ব চীন সাগরে জাপান এবং দক্ষিণ চীন সাগরে দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ রয়েছে চীনের।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top