ধর্ষণ মামলার আসামির হাজতে আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১৯:৫৯
বরিশাল থেকে:
নিজের মেয়েকে ধর্ষণ করার মামলায় অভিযুক্ত মো. হানিফ খলিফা নামের এক আসামী বরিশাল কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাসপাতালের বাথরুমে ঘটে এ ঘটনা। বরিশালের ডেপুটি জেলার মো. ইব্রাহীম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলার বলেন, দীর্ঘ সময় পরও বাথরুম থেকে ফিরে না আসায় কারা রক্ষীরা তাকে খুঁজতে গিয়ে বাথরুমের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় তখনের কর্তব্যরত কারারক্ষী আনসার মণ্ডল ও মো. কাওছারকে কর্তব্য অবহেলার কারণে সাময়িক ভাবে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর বরিশালের এয়ারপোর্ট থানায় নিজ মেয়েকে ধর্ষন করার অভিযোগে তার স্ত্রী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঐ মামলার আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করে ১ অক্টোবর আদালতে সোপর্দ করে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।