কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:০১
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
শনিবার শেষ বিকেলে ঝাউবন সংলগ্ন সমুদ্র সৈকতে লাশটি স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)মনিরুজ্জামান জানান, লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে তাদের ধারণা, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরা ট্রলার ডুবিতে নিখোঁজ জেলেদের কারো লাশ হতে পারে এটি।
এঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করার কথা জানান মনিরুজ্জামান। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।
এনএফ৭১/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।