শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খানের ওপর হামলা

Mithu Murad | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮

ছবি: সংগৃহীত

নরসিংদীর আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ সংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার। বর্তমানে তিনি নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে আইয়ুব খান হাসপাতাল কম্পাউন্ডে সংবাদ সংগ্রহের জন্য অবস্থান করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে একপক্ষের সমর্থকরা তার ওপর আক্রমণ চালান। হামলার সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়।

জানাগেছে, আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক কাইউয়ুম সংক্রান্ত সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সমর্থকরা ক্ষুব্ধ হয়ে লাঠিসোটা দিয়ে আইয়ুব খানের ওপর হামলা চালায়। পরে অন্যান্য সাংবাদিক ও উপস্থিত লোকজনের সহায়তায় তিনি হাসপাতালের ভিতরে আশ্রয় নেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top