রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা শুরু

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪২

ফাইল ছবি

স্পোর্টস প্রতিবেদক:

জাতীয় ক্রিকেট দলের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। এজন্য বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টাইগারদের ব্যক্তিগত অনুশীলন থাকলেও তা বন্ধ করে দেওয়া হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়।

করোনা পরীক্ষার জন্য ঢাকার বাইরে ব্যক্তিগত অনুশীলনে থাকা ক্রিকেটারদের ঢাকায় আসতে বলা হয়েছে। প্রথমদিন ঢাকায় অবস্থান করা ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। আর দ্বিতীয়দিন আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) পরীক্ষা করা হবে ঢাকার বাইর থেকে আসা ক্রিকেটারদের।

বিসিবি এর আগে গত ৭ ও ৮ সেপ্টেম্বর জাতীয় পুলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের প্রথম ধাপের করোনা পরীক্ষা করে। সেসময় জাতীয় দলের ওপেনার সাইফ হাসান ও প্রধান ট্রেনার নিক লি’র করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

নিক লি সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিলেও এখনো সুস্থ হননি সাইফ হাসান। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে আবারও ঢাকায় টাইগারদের অনুশীলন শুরু হবে।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top