ইংল্যান্ডের মাঠে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

পাঁচ বছর পর ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। বুধবার রাতে ম্যানচেস্টারের ওল্ডট্রাফোর্ড স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৩ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।

আগে ব্যাট করে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩০২ রান তোলে ইংলিশরা। জবাবে ৭ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতে জয়ের স্বাদ পায় সফরকারীরা। বেয়ারস্টো সর্বোচ্চ ১১২ রান করেন। এছাড়া স্যাম বিলিংস ৫৭ ও ক্রিস ওকস ৫৩ রান করেন।

এতটাও সহজ ছিল না অস্ট্রেলিয়ার জয়। ৩০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। কিন্তু অ্যালেক্স ক্যারি ও ম্যাক্সওয়েলের জোড়া শতকে ম্যাচের শেষ ওভারে জয়ের বন্দরে পা রাখে অস্ট্রেলিয়া। ক্যারি ১০৬ ও ম্যাক্সওয়েল ১০৮ রান করে আউট হন। প্রায় সাড়ে পাঁচ বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। ক্যারি করেন নিজের প্রথম সেঞ্চুরি।

ম্যাচের শেষদিকে সাজঘরে ফেরেন দুজনই। শেষ ওভারে জয়ের জন্য বাকি ছিল ১০ রান। ওভারের প্রথম বলে ৬ ও চতুর্থ বলে ৪ মেরে অজিদের জয় নিশ্চিত করেন মিচেল স্টার্ক।

২০১৫ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top