রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সাতক্ষীরার ভোমরায় মাদকসেবী ধরতে ডোপ টেস্ট

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৫

মাদকসেবী ধরতে পুলিশের তল্লাশি

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার মাদকসেবীদের আখড়া হিসেবে খ্যাত ভোমরা। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা ভোমরায় গিয়ে মাদক সেবন করে আবার ফিরে যান। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিনের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল ভোমরা স্থলবন্দর সড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসেবী সন্দেহে ৩৮ যুবককে আটক করে।

এরপর তাদের ডোপ টেস্টের জন্য সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময়
আটক ৩৮ জনের মধ্যে ১৬ জনের ডোপ টেস্টের রিপোর্ট পজেটিভ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, পুলিশ সুপারের নির্দেশে হঠাৎ করেই এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের মেডিক্যাল অফিসার জয়ন্ত সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক বিপ্লব সরকারসহ ২০ সদস্যের একটি দল অংশ নেয়।

মির্জা সালাউদ্দিন জানান, ডোপ টেস্টের মাধ্যমে যারা মাদকসেবী হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের কাছে যারা মাদক বিক্রি করে, এবার তাদেরকে শনাক্ত করা হবে। এই ঘটনায় নিয়মিত মামলা করা হবে বলে জানান তিনি।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top