জয় দিয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার ও এসি মিলানের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:০১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

জয় দিয়ে ইংলিশ লিগ শুরু করলো ফেভারিট ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। অন্যম্যাচে ইতালিয়ান লিগে জয় দিয়ে আসর শুরু করেছে এসি মিলান। ২-০ গোলে হারিয়েছে বোলোনিয়াকে।

অনন্য রেকর্ডে ম্যানচেস্টার সিটির। ইপিএলের প্রথম দল যারা জয় দিয়ে আসর শুরু করলো রেকর্ড দশবার। উলভারহ্যাম্পটনের বিপক্ষে হ্যাটট্রিক হারের পর অবশেষে জয়ের স্বাদ।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুন হয় ৩২ মিনিটে অসাধারণ বোঝাপড়া স্টার্লিং-ফোডেনের। দারুণ ক্রস থেকে বল জালে জড়ান ফিল ফোডেন।

দ্বিতীয়ার্ধ দু দলের গোল মিসের মহড়া। ৭৮ মিনিটে রাউল হিমেনেজের দারুণ হেড জাল খুজে পাওয়ায় ব্যবধান কমায় স্বাগতিক উলভারহ্যাম্পটন।

তবে সম্ভাবনা জাগিয়েও সমতায় ফেরা হয়নি উলভসের। উল্টো ডি ব্রুইনার অ্যাসিস্টে গ্যাব্রিয়েল জেসুস গোল করলে ৩-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলা বাহিনী।

এদিকে, জয় দিয়ে মৌসুম শুরু করেছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে মিলানের দলটা।

দুগোলেই অবদান নিউ সাইনিং আলোচিত জ্লাতান ইব্রাহিমোভিচের। দুই গোল দুই অর্ধে করেছেন সুইডিশ স্ট্রাইকার। প্রথমটা থিও হার্নান্দেজের সহায়তায় আর পরের গোল ক্ষিপ্র গতির পেনাল্টি গোলে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top