সশরীরে সাত কলেজের পরীক্ষা সেপ্টেম্বরে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২১, ০২:১৮
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের চলতি বছরের স্নাতক পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।
কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ।
ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এনএফ৭১/২০২১
বিষয়: সাত কলেজের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কবি নজরুল কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মিরপুর সরকারি বাঙলা কলেজ সরকারি তিতুমীর কলেজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।