রাবি'র ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ১৯:২৩

রাবি'র ভর্তি পরীক্ষা আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আজ। সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় শুরু হয় ‘সি’ ইউনিটের পরীক্ষা। প্রথম শিফটের পরীক্ষা শেষ হবে সকাল সাড়ে ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায় এবং শেষ হবে দুপুর ১টায়। আর তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪ টায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ১ হাজার ৫৯৪ আসনের বিপরীতে ৪৪ হাজার ১৯৪ জন আবেদন করেছে। ‘সি’ ইউনিটের প্রতি আসনের জন্য লড়াই করবেন ২৮ জন। ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৪৩ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩৯ হাজার ৮৯৫ জন। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নির্ধারিত আসন ছিল ১ লাখ ৩৫ হাজার। তবে চূড়ান্তভাবে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী আবেদন করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ইতোমধ্যেই ‘ভর্তি পরীক্ষা ঘিরে আমাদের সকল প্রস্তুতি শেষ করেছি। ‘সি’ ইউনিটের পরীক্ষা ইতোমধ্যেই শুরু হয়েছে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের চলাচলে যানজট নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আশা করি, সুষ্ঠুভাবেই ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top