হলে উঠছেন ঢাবি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ২৩:০০
করোনা মহামারির কারণে দেড় বছরের বেশি সময় বন্ধের পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। ফুল, চকলেট এবং বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে হল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ৮টা থেকে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ হলে উঠছেন অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন। অনেকটা মনে হচ্ছে যেন ঈদের দিনের মতো। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল পরিদর্শন শেষে এ কথা কথা বলেন উপাচার্য।
অন্যান্য বর্ষের হলে তোলার বিষয়ে উপাচার্য বলেন, আমাদের সামনে দুইটি সূচক আছে, যেগুলো শিক্ষার্থীদের আনার অনুকূলে যায়। এএই দুইটি আশাব্যঞ্জক সূচক বিবেচনায় নিয়েই আমরা সিদ্ধান্ত নেব। যাতে সব শিক্ষার্থীকে নিয়েই আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারি।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।