সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ইবিতে সশরীরে ক্লাস শুরু ২০ অক্টোবর থেকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ২৩:২০

ইবিতে সশরীরে ক্লাস শুরু ২০ অক্টোবর থেকে

৯ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সশরীরে ক্লাস শুরু হবে ২০ অক্টোবর থেকে। সোমবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯ অক্টোবর সকাল ১০ টা থেকে আবাসিক হলে উঠতে পারবে শিক্ষার্থীরা। তবে দেখাতে হবে কমপক্ষে এক ডোজ টিকা নেওয়ার প্রমাণ। করোনা বিবেচনায় আপাতত থাকছে না গণরুম। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় সভায় উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ অনেকে।

এর আগে সোমবার সকাল ১১টায় আবাসিক হলগুলো খোলা ও ক্লাস যথারীতি চালু করার বিষয়ে একাডেমিক কাউন্সিলের ১২১ তম (জরুরি) সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হলগুলো পরিদর্শন করেন ভিসি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top