চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ০০:২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে বুধবার (২৭ অক্টোবর)। ‘বি’ ইউনিটের প্রথম শিফটের মধ্যদিয়ে পরীক্ষা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে।
প্রথম দিন দুই শিফটে ১৪ হাজার ২২৩ জন করে ভর্তিচ্ছু অংশ নেবেন। দ্বিতীয় দিন এক শিফটে অংশ নেবেন ১৪ হাজার ২২১ জন।
প্রথম শিফটের ভর্তিচ্ছুকরা পৌনে ১০টায় কেন্দ্রে প্রবেশ করে। ওএমআর ফরম বিতরণ করা হয় সোয়া ১০টায়। প্রশ্নপত্র বিতরণ করা হয় বেলা ১১টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। এছাড়া, বুধবারের দ্বিতীয় শিফটের ভর্তিচ্ছুকরা সোয়া ২টায় কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর ফরম বিতরণ করা হবে পৌনে ৩টায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে বিকেল সাড়ে ৩টায়। পরীক্ষা শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।
পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি রোধে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। সাদা পোশাকেও অবস্থান করবে কয়েকটি সংস্থার সদস্য।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।