চবির ‘সি’ ইউনিটে পাসের হার ৫১ দশমিক ৯৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১, ২৩:২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৫ হাজার ২৬১ জন। পাসের হার ৫১ দশমিক ৯৩ শতাংশ।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক সালামতউল্ল্যা ভূঁইয়া জানান, ‘সি’ ইউনিটের ফলাফলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শনিবার (৩০ অক্টোবর) ভর্তিচ্ছুরা ফল দেখতে পাবে। ‘সি’ ইউনিটে অংশ নেওয়া ১০ হাজার ১৩২ জনের মধ্যে পাস করেছেন ৫ হাজার ২৬১ জন। ফেল করেছেন ৪ হাজার ৮৭১। যা মোট পরীক্ষার্থীর ৪৮ শতাংশ বলে জানান তিনি।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।