ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ০৫:১৬

ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল। পরীক্ষায় পাস করেছেন ২১.৭৫ শতাংশ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে অকৃতকার্য হয়েছেন ৭৮.২৫ শতাংশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করে জানান, পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের আরাফাত সামির আবির। তার মোট প্রাপ্ত নম্বর ১২০ এর মধ্যে ১০৬। এছাড়া, ভর্তি পরীক্ষায় লিখিত ও নৈর্ব্যক্তিক অংশে সমন্বিতভাবে উত্তীর্ণ হন ৫ হাজার ৭৯ পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd থেকে ফল জানা যাচ্ছে। এছাড়া, মুঠোফোনেও ফল পাওয়া যাচ্ছে। মুঠোফোনে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে DU GA টাইপ করে 16321 নম্বরে পাঠালে ফিরতি এসএমএস এ ফল জানা যাবে।

প্রসঙ্গত, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এই ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন, তবে পরীক্ষায় অংশ নেন ২৩ হাজার ৩৪৭ জন।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top