মাউশির নতুন মহাপরিচালক হলেন নেহাল আহমেদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২২, ০৪:১১
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। সোমবার (৩১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্যা জানানো হয়।
এতে বলা হয়, এটি একটি চলতি দায়িত্ব। এ চলতি দায়িত্বের কারণে তিনি পদোন্নতির দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত কর্মকর্তা নিয়োগ হলে চলতি দায়িত্বের আদেশটি বাতিল হবে।
এর আগে ১১ জানুয়ারি মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়।
উল্লেখ্য, অধ্যাপক নেহাল আহমেদ ইংরেজি সাহিত্যের শিক্ষক। তিনি ২০১৯ সালের ৫ মে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন। তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: নেহাল আহমেদ মাউশি মহাপরিচালক প্রজ্ঞাপন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।