পাসের হারে শীর্ষে যশোর বোর্ড, জিপিএ-৫ এ সেরা ঢাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২২, ০৫:০৫

পাসের হারে শীর্ষে যশোর বোর্ড, জিপিএ-৫ এ সেরা ঢাকা

এইচএসসিতে নয় বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ।

এদিকে, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও অন্যান্য বছরের মতো এবারও সেরা ঢাকা বোর্ড। এ বোর্ডে ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার পাসের হারে সবার নিচে রয়েছে চট্টগ্রাম বোর্ড। এই বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০, রাজশাহী বোর্ডে ৯৭ দশমিক ২৯, কুমিল্লা বোর্ডে ৯৭ দশমিক ৪৯, বরিশাল বোর্ডে ৯৫ দশমিক ৭৬, সিলেট বোর্ডে ৯৪ দশমিক ৮০, দিনাজপুর বোর্ডে ৯২ দশমিক ৪৩, ময়মনসিংহ বোর্ডে ৯৫ দশমিক ৭১, যশোরে ৯৮ দশমিক ১১ এবং চট্টগ্রামে ৮৯ দশমিক ৩৯ শতাংশ।

অপরদিকে জিপিএ-৫ পেয়েছে রাজশাহী বোর্ডে ৩২ হাজার ৮০০, দিনাজপুর বোর্ডে ১৫ হাজার ৩৪৯, যশোর বোর্ডে ২০ হাজার ৮৭৮, চট্টগ্রাম বোর্ডে ১৩ হাজার ৭২০, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ১৫৩, বরিশাল বোর্ডে ৯ হাজার ৯৭১, সিলেট বোর্ডে ৪ হাজার ৭৩১ ও ময়মনসিংহ বোর্ডে ৭ হাজার ৬৮৭ জন।

এনেফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top