এইচএসসি ও সমমানের ফলাফল

৫টি প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২২, ০৫:৩৩

৫টি প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য

২০২১ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

এ পরীক্ষায় মোট ৯ হাজার ১১১টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী ছিল মোট ১৪ লাখ ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১জন। এর মধ্যে উত্তীর্ণ হয় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। তবে এর মধ্যে ৫টি প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ১২টায় সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

এনেফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top