এ বছরও হচ্ছে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ০১:৪৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগের মতো এ বছরও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ মত দেওয়া হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ডিনস সাব কমিটিতে শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের সুবিধার্থে ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে মত দেওয়া হয়। আজকের ডিনস কমিটির সভায় এ বছরের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের আলাদা কোনো রূপরেখা না থাকার কারণে এ বছর ‘ঘ’ ইউনিট বহাল রাখার জন্য উপাচার্য মত দেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।