চলতি বছরেও সময় মতো হচ্ছে না এসএসসি-এইচএসসি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ০৪:০০
সরকারের ক্যালেন্ডার অনুযায়ী প্রতিবছর ১ ফেব্রুয়ারি এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়। তবে করোনার কারণে ২০২০ সাল থেকে নির্ধারিত সময়ে এ পরীক্ষাগুলো নেয়া যায়নি। চলতি বছরেও যে সময় মতো এসএসসি-এইচএসসি পরীক্ষা হচ্ছে না তা শিক্ষামন্ত্রী দীপু মনির বক্তব্যে ধারণা পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। কম বিষয়ে পরীক্ষা নেয়া হবে কি না, পরীক্ষার কাছাকাছি গিয়ে বলতে পারব।'
একই সময় করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি থেকে খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।