শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে মাউশির ২০ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ১৩:৪৫
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে শুরু হচ্ছে ক্লাস কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শ্রেণিকক্ষে অংশ নেবে শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে চলবে এ বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
রবিবার (২০ ফেব্রুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ ২০ নির্দেশনা দিয়ে এ বিষয়ে একটি আদেশ জারি করেন।
এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আগের ‘গাইড লাইন’ এর নির্দেশনা ছাড়াও তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি নির্দেশনা অনুসরণ করতে হবে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।