২ জেলায় নতুন বই পাচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০৫:২৭
বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় ১ লাখ ২ হাজার ৫০০ শিক্ষার্থীর বই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শিক্ষার্থীর জন্য ১৮ জুলাইয়ের মধ্যে নতুন বই পাঠানো হবে।
রবিবার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় অনেক শিক্ষার্থীর পাঠ্যপুস্তক নষ্ট হয়ে গেছে। তাদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ জেলায় ১ লাখ ২ হাজার ৫০০ শিক্ষার্থীর তালিকা পাওয়া গেছে।
তিনি জানান, সিলেটে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণি ও ভোকেশনালে ১৪ হাজার ৭৭৯ সেট, এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে ৬৬২ সেট এবং ইবতেদায়ি ও দাখিলে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির ১০ হাজার ১৪০ সেট বই বিতরণ করা হবে। এ জেলায় মোট ২৫ হাজার ৬০১ সেট বই বিতরণ করা হবে।
বিষয়: শিক্ষার্থী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।