ঢাবি অধিভুক্ত বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২২, ২২:৫০
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে ভর্তির পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। এবার ৫ হাজার ৩১০টি আসনের বিপরীতে ভর্তির জন্য প্রায় ২৬ হাজার ৫০০টি আবেদন পড়েছে ৷ অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বেন পাঁচজন করে পরীক্ষার্থী।
সকালে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র, ইডেন মহিলা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায় নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষার্থী ও অভিভাবকরা চলে এসেছেন। মূলত বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অধিকাংশ পরীক্ষাই ইতোমধ্যে শেষ হয়েছে। আজকের পরীক্ষার মধ্যে দিয়ে সাত কলেজের ভর্তি পরীক্ষার কার্যক্রমও শেষ হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।