জিপিএ-৫ পেয়েছেন ৯২,৩৬৫

এইচএসসি’তে পাশের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ

রায়হান রাজীব | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ১৬:৫৭

ছবি: সংগৃহীত

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার গণভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর এইচএসসি ও সমমানে গড় পাশের হার ৭৮ দশমিক ৬৪। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে ৭ দশমিক ৩১ শতাংশ। গত বছর পাশের গড় হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

এ বছর ছাত্রীদের পাশের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ, ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

ঢাকা বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, চট্টগ্রামে ৭৩ দশমিক ৮১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৪ শতাংশ ও রাজশাহী বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৪৫শতাংশ।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top