এইচএসসির ফলপ্রার্থীদের জন্য চার নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১, ০৩:৩১
৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি মধ্যে যেকোনো দিন ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।
এদিকে ফল প্রকাশের শেষ মুহূর্তে এসে ফলপ্রার্থীদের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে চারটি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে।
নির্দেশনা গুলো হচ্ছে-
এইচএসসি’র ফল প্রকাশের দিন কোনো অবস্থায়ই শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। যারা মুঠোফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। টেলিটক ওয়েবসাইট থেকে ফল দেখা যাবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।