এইচএসসির মার্কশিট, সনদ পাবেন শিক্ষার্থীরা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০০
মহামরি করোনার কারণে এবার এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা সব শির্ক্ষাথীকে অটোপাস করিয়ে দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীদেরকে আগের মতোই মার্কশিট ও সনদ দেবে শিক্ষা বোর্ডগুলো। খুব শিগগিরই শিক্ষার্থীদের নম্বরপত্র শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে।
সোমবার (১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস ছালাম বলেন, ‘আমাদের ছাত্রছাত্রীরা আগের মতোই একাডেমিক ট্রান্সক্রিপ্ট (নম্বরপত্র) পাবে। সেটি দিয়ে তারা যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সেজন্য আমরা দ্রুত একাডেমিক ট্রান্সক্রিপ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দেবো। আমরা প্রথমে একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেবো। পরে আমরা সার্টিফিকেটগুলো পাঠাবো।’
প্রসঙ্গত, শনিবার এইচএসসিতে অটোপাসের ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এবার এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীই পাস করেছেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।