শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পূর্ব শত্রুতার জের ধরে

জাবি শিক্ষার্থীদের উপর হামলা, আহত ৫

jannat srabony | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২১, ১৮:০৮

জাবি শিক্ষার্থীদের উপর হামলা, আহত ৫

ক্রিকেট টুর্নামেন্টের পূর্ব শত্রুতার জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন গেরুয়া নামক এলাকায় শুক্রবারের (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে স্থানীয়রা। এ হামলায় আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে কিছুদিন আগে ক্যাম্পাসের কয়েকজন ছেলের সাথে জামসিং (গেরুয়া সংলগ্ন) এলাকার ছেলেদের মারামারি হয়। প্রতিশোধ নিতে শুক্রবার স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে গেরুয়া বাজারে হামলা চালায়। এ সময় তারা গেরুয়া বাজারে শিক্ষার্থীদের ৪ টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

এরপর রাত সাড়ে ৭টার দিকে এলাকাবাসী মসজিদের মাইকে ‘যার যা আছে তা নিয়ে’ আক্রমণের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top