ফকিরহাটে ১২৮ শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাগেরহাট থেকে | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২১, ২৩:০৬
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ১২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। অনেক প্রতিষ্ঠান আবার প্রভাভ ফেরী করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে এসে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
রোববার (২১ ফেব্রুয়ারি) ফকিরহাটের ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, ১৮টি মাদ্রাসা এবং ৬টি মহাবিদ্যালয়ে দিবসটি উদযাপন করা হয়। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি নিষেধ থাকার কারণে সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিতির বাধ্যবাধকতা ছিল না।
শিক্ষা প্রতিষ্ঠানে গৃহীত কর্মসূচীর মধ্যে ছিলো সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, ভাষা শহীদের স্মরণে আলোচনা সভা ইত্যাদি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ রায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন এবং তাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।