আজ থেকে শুরু এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১৮:০২
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে কার্ড শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের, ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের, ১ থেকে ৪ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এবং ৭ থেকে ১০ মার্চ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।
এর আগে শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়। রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনে ১৫ মার্চের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: এইচএসসি পরীক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড বিতরণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী গোপালগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।