রাজশাহীর ৩৭ কেন্দ্রে হবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

রাজশাহী থেকে | প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১৯:০৯

রাজশাহীর ৩৭ কেন্দ্রে হবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

রাজশাহীর ৩৭ কেন্দ্রে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আদালতের নির্দেশে পরীক্ষা গ্রহণের দিন আগামীকাল ১৯ মার্চ (শুক্রবার) সকাল ১০ টা থেকে ১২ পর্যন্ত নগরীর জনসাধারণ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, নগরীর ৩৭ কেন্দ্রে ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) অনুষ্ঠিত হবে।

ওই পরীক্ষা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষার তাগিদে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য, অস্ত্রবহন এবং চারজনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা রাজশাহী কলেজ, রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী পলিটেকনিক ইন্সটিউট, রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরেন্দ্র কলেজ, শাহমুখদুম কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ (রুয়েট চত্বর), বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী মহিলা পলেটেকনিক ইন্সটিটিউট, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, শহীদ এএইচএম কামরুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, ল্যাবরেটরি সরকারি উচ্চবিদ্যালয়, রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সপুরা, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল, শহীদ নজমুল হক উচ্চ বিদ্যালয়, রাজশাহী বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়, মসজিদ মিশন একাডেমি, রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, লক্ষীপুর উচ্চ বালিকা বিদ্যালয়, রিভারভিউ কালেক্টরেট স্কুল, ইসলামিয়া কলেজ, রাজশাহী কোর্ট একাডেমি ও রাজশাহী নিউ ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হবে।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস (এডিসি) বলেন, ‘৪১তম বিসিএস পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য পরীক্ষা কেন্দ্রের আশপাশে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সজাগ থাকবে। আর মূলত এটি আমাদের একটি রুটিন ওয়ার্ক। নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এই আদেশ জারি করা হয়েছে।’

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top