লক্ষ্মীপুরে ৪র্থ দিনের কঠোর লকডাউনের মধ্যেও সংক্রমণ বাড়ছে

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৫ জুলাই ২০২১, ০২:২৭

লক্ষ্মীপুরে ৪র্থ দিনের কঠোর লকডাউনের মধ্যেও সংক্রমণ বাড়ছে

করোনার উচ্চ সংক্রমণ ঠেকাতে লক্ষ্মীপুরে লকডাউনের ৪র্থ দিনে পণ্যবাহি যান ছাড়া কোনো যানবাহন চলছে না। তবে মাঝে মাঝে ব্যাটারি চালিত রিক্সা বা মোটরসাইকেল চলতে দেখা গেছে। তবে তাতেও বাধা দিচ্ছে পুলিশ। মাঝে মধ্যে জরুরী পরিসেবায় নিয়োজিত কিছু যানবাহন চলাচল করতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে।

এদিকে সিভিল সার্জন ডা. আব্দুল গফফার জানান, ৩০ শয্যার করোনা হাসপাতালে ৩টি আইসিইউ বেড ও পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৩৪৮ জনের। সুস্থ্য আছে ৩০৫৮ জন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top