"সুস্থ থাকতে হলে কঠোর বিধিনিষেধ মানতে হবে"
নীলফামারী থেকে | প্রকাশিত: ৫ জুলাই ২০২১, ০২:৩৩

নীলফামারীতে করোনার আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। সংক্রমণের হার যাতে কমিয়ে আনা যায় সে লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। গত মাসে সংক্রমণ হার অনেক কম ছিল। এ কয়দিনে আক্রান্তের হার অনেক বৃদ্ধি পেয়েছে। সুস্থ থাকতে হলে অবশ্যই কঠোর বিধিনিষেধ মানতে হবে। কথাগুলো বলেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী।
রবিবার (৪ জুলাই) দুপুরে সৈয়দপুরে লকডাউন পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি আরও বলেন, লকডাউন যদি সুষ্ঠুভাবে পালিত হয় সেই লক্ষ্যে সারাদেশের মত এ জেলাতেও সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছে।
এসময় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, নীলফামারীতে সবার সহযোগীতায় লকডাউন সফল হচ্ছে এবং মানুষও তা পালনে এগিয়ে এসেছে। এখনো যেসব ত্রুটি পরিলক্ষিত হচ্ছে সেগুলা নিয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। আমরা সকলকে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে চাই। যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়।
সৈয়দপুর উপজেলা নিরলস-ভাবে কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম বলেন, জেলার মধ্যে সৈয়দপুরে দিন দিন আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। চলমান লকডাউন বিধিনিষেধ না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই সকলকে সরকারি বিধি মেনে চলার আহবান জানান।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নীলফামারী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।