বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

গাইবান্ধায় লকডাউনের চতুর্থ দিনে ৮৮৯ হাজার ৫০ টাকা জরিমানা

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৫ জুলাই ২০২১, ০৬:১৬

গাইবান্ধায় কঠোর লকডাউনের চতুর্থ দিনে ১০৩ টি মামলায় ৮৯ হাজার ৫০ টাকা জরিমানা

গাইবান্ধায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের চতুর্থ দিনে ১০৩ টি মামলায় ৮৯ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে।৪ জুলাই রবিবার জেলা ও উপজেলা প্রশাসনের গঠিত ১৭টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

এর আগে গত ৩ দিনে জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানের সময় স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধি-নিষধ অমান্য করায় দায়ে জড়িমানা আদায় করা হয়।

এরমধ্যে প্রথম দিন বৃহস্পতিবার ৪৭টি মামলায় জরিমানা করা হয় ২৬ হাজার ২৫০ টাকা ও দ্বিতীয় দিন শুক্রবার দুপুর পর্যন্ত ৭২ টি মামলায় ২৬ হাজার ৯৫০ টাকা , তৃতীয় দিনে ১৭ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯০ মামলায় ৬২৯০০ টাকা জরিমানা করা হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top