খুলনায় ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মত্যু হয়েছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুলাই ২০২১, ২১:৫৭
খুলনায় চারটি হাসপাতালে রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১৭ জনের।
এর মধ্যে করোনায় ১২ জন ও করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় ৫ জন ও করোনার উপসর্গ নিয়ে ৫ জন মারা যান।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র চিকিৎসক সুহাস রঞ্জন হালদার বলেন, সোমবার সকাল পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছেন ১৮৭ জন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী আছেন ১১৭ জন ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩০ জন। এ ছাড়া এইচডিইউ ইউনিটে ২০ জন ও আইসিইউতে ২০ জন রোগী ভর্তি আছেন।
এই হাসপাতালের মুখপাত্র কাজী আবু রাশেদ বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে বর্তমানে করোনা রোগী ভর্তি আছেন ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ১২ জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: খুলনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।